ম্যাংগো ইয়োগার্ট লাচ্ছি

প্রিয় রান্নাঘর পাঠক, রান্নাঘর ডট কম এর আজকের আয়োজন ম্যাংগো ইয়োগার্ট লাচ্ছি । তীব্র গরমে শরীর ঠাণ্ডা রাখতে এর থেকে বেষ্ট অপশন আর হয়না। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন রেসিপিটি।

Servings: ২ জন

Prep Time: ৫ মি. 

Total Time: ৫ মি.

উপকরন

  • মিষ্টি দই ১/৪ কাপ
  • পাকা আম ১ কাপ
  • দুধ ১ কাপ
  • আইস কিউব ১/৪ কাপ

নির্দেশনা

১। প্রথমে দই, আম এবং দুধ একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন।

২। এরপর গ্লাসে আইস কিউব রেখে এর উপর ঠাণ্ডা ঠাণ্ডা লাচ্ছি ঢেলে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *