All Recipesডেজার্ট

ভ্যানিলা আইসক্রিম

No ratings yet.

প্রিয় রান্নাঘর পাঠক, এই গরমে আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ভ্যানিলা আইসক্রিম। ছোট কিংবা বড়, আইসক্রিম পছন্দ করেনা এমনটা খুঁজে পাওয়া যায়না। তাই দেখে নিন ঘরে বসে কিভাবে তৈরি করবেন মজাদার এই রেসিপিটি।

Servings: ৪-৫ জন

Prep Time: ১৫ মি.

Cook Time: ১০ মি.

Total Time: ২৫ মি.

উপকরন
  • হেভি হুইপিং ক্রিম ১ কাপ
  • ঘন দুধ ১ কাপ
  • ডিমের কুসুম ২ টি
  • কনডেন্সড মিল্ক ৫ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
নির্দেশনা

 

১। প্রথমে ঘন দুধের সাথে ডিমের কুসুম ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে মিশ্রণটি একেবারে ঘন করে নিন। এখন এই কুসুম এবং দুধের মিশ্রণ ফ্রিজে রেখে পুরোপুরি ঠাণ্ডা করে নিন।

২। এখন একটি বোলে হেভি হুইপিং ক্রিম নিন। একটি প্লেটে বরফ টুকরো রেখে এর উপর বোল রাখুন যাতে বোলটা ঠাণ্ডা থাকে। ইলেকট্রিক বিটারের হাই পাওয়ারে ক্রিম ৩ মিনিট বিট করুন। ৩ মিনিটেই ক্রিম ঘন হয়ে যাবে। না হলে আরও ১ মিনিট বিট করুন।

৩। এখন এই ঘন ক্রিমের সাথে একে একে তৈরি করে রাখা কুসুম দুধের মিশ্রণ, ভ্যানিলা এসেন্স এবং কনডেন্সড মিল্ক চামচের সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিন। এবার আর বিট করবেন না।

৪। এবার এই মিশ্রণটি বক্সে ঢেলে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টার জন্য। ২ ঘণ্টা পর বক্স বের করে চামচ দিয়ে আইসক্রিম ভাল করে নেড়ে বক্স আবার ফ্রিজে রেখে দিন। এরপর ১ ১/২ ঘণ্টা পর আবার বক্স বের করে আইসক্রিম আবার নেড়ে দিন। এরপর আবার ১ ১/২ ঘণ্টা পর আইসক্রিম নেড়ে দিন।

৫। মোটামুটি ৬-৭ ঘণ্টার মধ্যে আইসক্রিম তৈরি হয়ে যাবে।

নোট

*** ক্রিম বিট করার সময় ক্রিম একেবারে ঠাণ্ডা থাকতে হবে। এবং ক্রিম বিট করার সময় অতিরিক্ত বিট করবেন না। অতিরিক্ত বিট করলে ক্রিম বাটারে পরিনত হয়ে যাবে। ***

*** আইসক্রিম ফ্রিজে রেখে ২ ঘণ্টা এবং ১ ১/২ ঘণ্টা পর আইসক্রিম নেড়ে দেবার এই পার্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা বাদ দেয়া যাবেনা। এটা বাদ দিলে আইসক্রিমের টেক্সচারই আসবেনা। ***

 

স্টেপ ১ ফারহানা সুমাইয়া | রান্না ঘর

 

স্টেপ ২ ফারহানা সুমাইয়া | রান্না ঘর

 

স্টেপ ৩ ফারহানা সুমাইয়া | রান্না ঘর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *